রাজ‍্যপালের ট‍্যুইট ঘিরে তোলপাড় : করোনা মোকাবিলার সরঞ্জাম কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ

21st August 2020 1:14 pm কলকাতা
রাজ‍্যপালের ট‍্যুইট ঘিরে তোলপাড় : করোনা মোকাবিলার সরঞ্জাম কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : এবার করোনা মোকাবিলায় সরঞ্জাম কেনা নিয়ে রাজ‍্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন রাজ‍্যের সাংবিধানিক প্রধান । রাজ‍্যপাল জগদীপ ধনখড় এর ট‍্যুইট ঘিরে তোলপাড় গোটা রাজ‍্য ! সরাসরি তোপ দেগেছেন তিনি মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় এর সরকার এর দিকে ।  " এবার পর্দা সরিয়ে আসল তথ‍্য বাইরে আনুন"  বলে লিখেছেন রাজ‍্যপাল । তিনি আরো লিখেছেন " কেনাকাটার কাটমানি কোথায় গেল , কে বা কারা লাভবান হলেন সেটা খোঁজাই তদন্তের একমাত্র কাজ হওয়া উচিত " ।  ইতিপূর্বে বিরোধী রাজনৈতিক দলগুলি রাজ‍্য সরকারের বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির অভিযোগ তুলেছে । বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী , রাজ‍্য বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ  বিজেপি নেতৃত্ব সরব হয়েছিলেন । এবার খোদ রাজ‍্যপাল !  রাজ‍্য সরকার এবার কি প্রত‍্যুত্তর দেন তার দিকেই তাকিয়ে সকলে । 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।